হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইউএস-বাংলা মেডিকেল কলেজে নবীনবরণ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউএস-বাংলা মেডিকেল কলেজের ৮ম ব্যাচের (ইউএসবিএমসি: ৮) নবীনবরণ উদ্‌যাপন করা হয়েছে। আজ বুধবার স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগে. জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নবীন ও পুরাতন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে একজন আদর্শ চিকিৎসক হয়ে এ দেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শিক্ষা গ্রহণ ও পরবর্তী জীবনে ব্রতী হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, নবীন শিক্ষার্থীদের দেশের মানুষের কথা বিবেচনা করে আদর্শ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হয়ে উঠতে হবে। চিকিৎসকদের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরে তা থেকে শিক্ষা নিয়ে নবীন ছাত্রছাত্রী ও চিকিৎসকদের কাজ করার আহ্বান জানান। দেশের চিকিৎসা ক্ষেত্রে ইউএস-বাংলা মেডিকেল কলেজ অনবদ্য অবদান রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম, অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মেহেরুন্নেসা বেগম, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগে. জেনারেল (অব) ডা. মো. আব্দুল মতিন ও ইউএস-বাংলা গ্রুপের উপদেষ্টা বিগ্রে. জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দীন (অব) প্রমুখ।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির