হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনের ওরস শুরু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি এলাকায় অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ্ সুফি খাজা বাবা ফরিদপুরির (কু. ছে. আ.) চার দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওরস উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে লাখো ভক্ত (আশেকান ও জাকেরান) সমবেত হচ্ছেন।

ওরস উপলক্ষে আজ শুক্রবার দুপুর ১২টায় দরবার শরিফের মাদ্রাসার হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে সাংবাদিকদের ওরস বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম (শাহীন)।

তিনি জানান, আগামীকাল শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরিফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত চলবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ওরস সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নেবেন।

তিনি আরও জানান, এই ওরসে ইতিমধ্যে ভারতের আসাম, ত্রিপুরা, কোচবিহার ও পাকিস্তান থেকে জাকেরান পৌঁছেছেন। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্য ও কয়েকটি মুসলিম দেশ থেকে জাকেররা আসবেন।

তাঁদেরসহ তিন থেকে চার লাখ জাকের ও আশেকানদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় ২৫ হাজার স্বেচ্ছাসেবী রয়েছে। এ ছাড়া পুলিশ, সেনাবাহিনীসহ তিন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

এ সময় বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ্‌ সুফি খাজা বাবা ফরিদপুরি (কু. ছে. আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ওরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন। মঙ্গলবার ফজর নামাজ পর শাহ্‌ সুফি ফরিদপুরি (কু. ছে. আ.) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই ওরস শরিফ।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে