হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মুকসুদপুরে স্ত্রী-সন্তানকে অ্যাসিডে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রী ও সন্তানের গায়ে অ্যাসিড নিক্ষেপ এবং ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামের ওই ঘটনায় দগ্ধ দুজনকে গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মোছা. হেলেনা আক্তারের (৩৫) মামা মোশারফ শেখ বলেন, ১৪ বছর আগে একই উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. ওসমান খানের সঙ্গে হেলেনার বিয়ে হয়। প্রথম বিয়ের কথা গোপন রেখে হেলেনাকে বিয়ে করেন ওসমান। তাঁদের সংসারে এক ছেলে সন্তান (১৩) রয়েছে। প্রথম স্ত্রী থাকা এবং স্বামী মাদকাসক্ত ও বখাটে হওয়ার কারণে বিয়ের তিন বছর পর বিচ্ছেদ হয় তাঁদের। একমাত্র শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন হেলেনা। তবে সন্তানকে দেখতে মাঝেমধ্যে হেলেনার বাবার বাড়িতে আসতেন ওসমান।

মোশারফ শেখ আরও বলেন, একপর্যায়ে বিচ্ছেদের সাত বছর পর তাঁদের আবার বিয়ে হয়। সম্প্রতি ব্যবসা করতে হেলেনার কাছে টাকা চান ওসমান। সে টাকা দিতে রাজি না হওয়ায় কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত ৪ জুন রাতে ঘুমিয়ে থাকা স্ত্রী ও সন্তানের গায়ে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন ওসমান। পরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিনি। তাতে হেলেনা ও সন্তানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি জানতে পেরে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। অ্যাসিড নিক্ষেপ ও ঘরে আগুন দেওয়ার ঘটনায় হেলেনার বাবা চুন্নু শেখ মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে ওসমান পলাতক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না