হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৪

শরীয়তপুর প্রতিনিধি

ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে শেখ রাসেল সেনানিবাসে যাওয়ার পথে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মোমিন আলি ফরাজী কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল (১৮), একই এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯), মোসলেম ঢালি কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান (১৮) ও একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির (২০)।

পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাসের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরা সবাই মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক