হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৪

শরীয়তপুর প্রতিনিধি

ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে শেখ রাসেল সেনানিবাসে যাওয়ার পথে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মোমিন আলি ফরাজী কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল (১৮), একই এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯), মোসলেম ঢালি কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান (১৮) ও একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির (২০)।

পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাসের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরা সবাই মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই