হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কমলাপুরের রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনের নিচে কাঁটা পড়ে আলাল উদ্দিন (৪৬) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত আলালের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামে। বাবার নাম মৃত হাফিজ উদ্দিন। এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে কমলাপুর রেলওয়ের স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি। 

ঢাকা রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক জানান, আলাল ট্রেনের বগির সঙ্গে ইঞ্জিন জোড়া লাগানোর দায়িত্বে ছিলেন (পয়েন্টস ম্যান)। সকালে আলাল স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ইঞ্জিনের সঙ্গে বগি সংযুক্ত করার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে আসা তূর্নানিশিতা ট্রেনের ইঞ্জিন ওই লাইন দিয়ে চলে এলে তিনি সেটা খেয়াল করতে পারেননি। তখন ইঞ্জিনের নিচে কাটা পড়েন। 

তিনি আরও জানান, দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি