হোম > সারা দেশ > ঢাকা

অবন্তিকার আত্মহত্যা: আম্মান-দীনকে গ্রেপ্তারের দাবিতে জবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

জবি সংবাদদাতা 

সহপাঠী ও সহকারী প্রক্টরকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গতকাল শুক্রবার রাতে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। এ ঘটনায় আজ শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা ৩টার পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। 

বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা এই আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তী সময় বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধসহ বিক্ষোভ করেন। 

আন্দোলনরত শিক্ষার্থী অর্থনীতি বিভাগের রেদোয়ান হক বলেন, ‘আজকের বিক্ষোভ থেকে আমরা ছয় দফা দাবি জানাচ্ছি।’

১. এ হত্যার সুষ্ঠু বিচার করতে হবে।

২. অভিযুক্ত আম্মান ও দীন ইসলামকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

৩. জরুরি ভিত্তিতে সিন্ডিকেটের মাধ্যমে স্থায়ী বহিষ্কার করতে হবে।

৪. ভিকটিমের পরিবারের নিরাপত্তা জোরদার করতে হবে।

৫. বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী সেলকে স্বাধীন করতে হবে এবং

৬. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থী রেদোয়ান আরও বলেন, ‘আমাদের এসব দাবিদাওয়া ২৪ ঘণ্টার মধ্যে মানা না হলে আমরা বৃহৎ আন্দোলনের ডাক দেব এবং ভিসি ভবন ঘেরাও করব।’

এই সম্পর্কিত আরও পড়ুন:

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা