হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নারী স্বজনদের থানা ঘেরাও, বিএনপি কর্মীদের বাধা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে ছাত্রলীগ নেতা সাগর হাসানকে গ্রেপ্তারের কথা জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

গ্রেপ্তার সাগর সরকারি সফর আলী কলেজের শিক্ষার্থী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সাগর দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তাঁর বিরুদ্ধে একটি ঋণখেলাপি মামলার ওয়ারেন্টও রয়েছে। তিন মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে গ্রেপ্তারের পর আজ সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তাঁর স্বজনেরা। পরে তাঁরা সাগরকে ‘নির্দোষ’ দাবি করে থানার সামনে উচ্চবাচ্য করেন। একপর্যায়ে থানার প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। কিছুক্ষণ পর বিএনপি-ছাত্রদলের নারী কর্মীরা এসে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, ‘আমরা বাড়ির নারীরা থানায় গিয়ে জানতে চেয়েছি, কোন মামলায় সাগরকে গ্রেপ্তার করা হইছে। কিন্তু পুলিশ যখন তথ্য দিচ্ছিল না, উল্টো বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছে।’

এ বিষয়ে ওসি এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ নেতার নারী স্বজনেরা থানার সামনে হট্টগোল করছিল। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নারী কর্মীরা থানার সামনে এলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। থানার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির