হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাদক মামলায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত শেখ আজম (৪০) নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ প্রহরায় করাগারে পাঠানো হয়।

অ্যাডভোকেট ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ জেলায় ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকাকালীন ফেনসিডিলসহ মধুখালী থানা–পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বর্তমানে সিলেট জেলা পুলিশে সংযুক্ত ছিলেন। রায় ঘোষণার দিন তিনি সিলেট থেকে এসে আদালতে হাজির হন।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ফরিদপুরের মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় মজিবুর মোল্লা নামে এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল থাকা দুই ব্যক্তিকে ধাওয়া করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা বক্স থেকে ফেনসিডিল ছড়িয়ে পড়ে।

এ সময় শেখ আজমকে আটক করে স্থানীয়রা। ওই মোটরসাইকেল সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মধুখালী থানা–পুলিশ এসে মোটরসাইকেলের বক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, তিনি ঝিনাইদহ জেলার ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা আজম শেখ চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায়ই যাতায়াত করতেন এবং মাদক কারবার করতেন।

এ ঘটনার পর মধুখালী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ৭ মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এ রায় ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর আসামি নুর আলমকে খালাস প্রদান করেন আদালত।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান