হোম > সারা দেশ > ঢাকা

ইফতারের সময় চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার নারী

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ইফতারের সময় চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় অজ্ঞান পার্টির নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে মুক্তা আক্তার (৩০) নামের ওই নারী সদস্যকে গ্রেপ্তার করে ডেমরা থানা-পুলিশ। 

এর আগে গত শনিবার সন্ধায় ইফতারির সময় মো. নাজমুল (২৭) নামে এক অটোরিকশা চালককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে অজ্ঞান পার্টির ৩ সদস্য। 

আজ সোমবার মুক্তা আক্তারকে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় তার সহযোগী সদস্য শাহনাজ ও অজ্ঞাতনামা ১ জন পুরুষ সদস্য পলাতক রয়েছে। 

গত ১৬ মার্চ ডেমরার ডগাইর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে চালক নাজমুল চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তার মুক্তা আক্তার ঢাকার কামরাঙ্গীচরের হোসনাবাদ জামে মসজিদ সংলগ্ন সিলেট্টা বাজার এলাকার মো. মাকসুদ মিয়ার মেয়ে। 

অটোরিকশা চুরির ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল ওহাব মৃধা রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ওই ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, অটোরিকশা চালক নাজমুল যাত্রাবাড়ীর উত্তর রায়েরবাগ এলাকার বাসিন্দা। তিনি অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা চালান। গত শনিবার সন্ধার আগে অভিযুক্তরা কোনাপাড়া থেকে নাজমুলের অটোরিকশা ভাড়া করে ডগাইর বাজার সংলগ্নে পৌঁছালে মাগরিবের আজান দেয়। এ সময় কৌশলে অভিযুক্তরা ইফতার নেওয়ার কথা বলে নাজমুলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশাটি নিয়ে পালায়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে