হোম > সারা দেশ > শরীয়তপুর

স্ত্রীর করা মামলায় কারাগারে ছাত্রদল নেতা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনসহ ৩টি মামলার ইমরান খান (৩০) নামের এক ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে উপজেলার কার্তিকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কার্তিকপুর এলাকার মৃত শাহজাহান খানের ছেলে ইমরান খান (৩০)। তিনি ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। 

ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া জানান, যৌতুক, নারী নির্যাতন, মানহানির বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত রয়েছেন তিনি। এরই ভিত্তিতে গতকাল আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার বেলা ১১টার দিকে তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২৯ নভেম্বর ইমরানের স্ত্রী বাদী হয়ে আদালতে যৌতুক মামলা করেন। পরদিন তিনি (স্ত্রী) নারী নির্যাতনের আরেকটি মামলা করেন। ৫ ডিসেম্বর আদালতের নির্দেশে যৌতুক মামলাটি ভেদরগঞ্জ থানায় নথিভুক্ত হয়। এ ছাড়া নির্যাতন মামলায় আদালত থেকে ইমরানের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে ওই নারীকে হুমকি দিয়ে যাচ্ছিলেন আসামি। 

ভেদরগঞ্জ থানার (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশে ইমরানের খানকে গ্রেপ্তারের পর আমরা তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠিয়েছি। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট