হোম > সারা দেশ > মাদারীপুর

৯ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

নয় বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে র‍্যাবের জালে ধরা পড়লেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আল আমিন। গতকাল (রোববার) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে মাদারীপুর র‍্যাব–৮ এর সদস্যরা।

আল আমিন (২৭) মাদারীপুর শিবচরে সৎ ভাইকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তিনি শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার বেলায়েত খানের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৩ সালের ৮ আগস্ট গভীর রাতে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মাদারীপুরের শিবচরের যাদুয়ারচর এলাকার ছিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পরে লাশ লেপ-কম্বল দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে পালিয়ে যান সৎ ভাই আল আমিন।

এ ঘটনায় পরের দিন নিহতের বাবা ছিদ্দিক মল্লিক বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত প্রধান আসামির মৃত্যুদণ্ডের রায় দেন।

র‍্যাব আরও জানায়, দীর্ঘ নয় বছর হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি পলাতক থাকার বিষয়টি র‍্যাবের নজরে আসলে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে মামলার প্রধান আসামিকে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট