হোম > সারা দেশ > মাদারীপুর

নিখোঁজের ১৬ দিন পর মিলল মৎস্যচাষির অর্ধগলিত লাশ

মাদারীপুর প্রতিনিধি

নিহত মৎস্যচাষি সালাম ফকির। ছবি: সংগৃহীত

মাদারীপুরে নিখোঁজের ১৬ দিন পর পাটখেত থেকে মৎস্যচাষি সালাম ফকিরের (৬৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সালাম ফকির একই উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামের ছয়জউদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত ২৯ মে সকালে মাছ ধরার জন্য সালাম ফকির বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেলে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি ও বিভিন্ন এলাকায় মাইকিং করে হারানো বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

নিখোঁজের ১৬ দিন পর স্থানীয়রা আজ দুপুরে নিজ বাড়ির পেছনে পাটখেতে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

জানতে চাইলে নিহতের ছেলে সুমন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবার মৃত্যু কীভাবে হয়েছে বলতে পারছি না। বাবার মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য পুলিশের সহযোগিতা চাই।’

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি