হোম > সারা দেশ > ঢাকা

৩৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৯ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ১২ নম্বর বাসার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সফিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪ /বি নম্বর সড়কের ৬ নম্বর বাসার নুরুল ইসলামের ছেলে। 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বনানী শাখা থেকে জানা যায়, সফিকুল ইসলামকে প্রায় ৩৯ কোটি টাকা ঋণখেলাপি ঘোষণা করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে এসআই সাব্বির হোসেন ও এসআই আরিফুল ইসলাম গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, সফিকুলের বিরুদ্ধে আদালতে করা ৫১৬ / ২১ (বনানী) থেকে ৫২৪ / ২১ (বনানী) নম্বর পর্যন্ত ৯টি মামলা রয়েছে। ওই সব মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারাও ছিল। পরবর্তীতে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর দীর্ঘদিন থেকে সফিকুল পলাতক ছিলেন।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক