হোম > সারা দেশ > ঢাকা

৩৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৯ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ১২ নম্বর বাসার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সফিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪ /বি নম্বর সড়কের ৬ নম্বর বাসার নুরুল ইসলামের ছেলে। 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বনানী শাখা থেকে জানা যায়, সফিকুল ইসলামকে প্রায় ৩৯ কোটি টাকা ঋণখেলাপি ঘোষণা করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে এসআই সাব্বির হোসেন ও এসআই আরিফুল ইসলাম গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, সফিকুলের বিরুদ্ধে আদালতে করা ৫১৬ / ২১ (বনানী) থেকে ৫২৪ / ২১ (বনানী) নম্বর পর্যন্ত ৯টি মামলা রয়েছে। ওই সব মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারাও ছিল। পরবর্তীতে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর দীর্ঘদিন থেকে সফিকুল পলাতক ছিলেন।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার