হোম > সারা দেশ > ঢাকা

৩৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৯ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ১২ নম্বর বাসার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সফিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪ /বি নম্বর সড়কের ৬ নম্বর বাসার নুরুল ইসলামের ছেলে। 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বনানী শাখা থেকে জানা যায়, সফিকুল ইসলামকে প্রায় ৩৯ কোটি টাকা ঋণখেলাপি ঘোষণা করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে এসআই সাব্বির হোসেন ও এসআই আরিফুল ইসলাম গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, সফিকুলের বিরুদ্ধে আদালতে করা ৫১৬ / ২১ (বনানী) থেকে ৫২৪ / ২১ (বনানী) নম্বর পর্যন্ত ৯টি মামলা রয়েছে। ওই সব মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারাও ছিল। পরবর্তীতে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর দীর্ঘদিন থেকে সফিকুল পলাতক ছিলেন।

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা