হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রফিকুলের বাবা মো. সামসুল হক প্রামাণিক বাদী হয়ে জেলার সদর থানায় গতকাল শুক্রবার মামলা করেছেন। 

মামলার আসামিরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)। 

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা মো. সামসুল প্রামাণিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রাখেন। 

স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা রফিকুলকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। 

রফিকুলের বোন ঝর্ণা আক্তার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন ধরে ভাই আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি। জানি না, ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব কি না।’ 

ঝর্ণা আক্তার আরও বলেন, ‘গতকাল সদর থানায় মামলা করার পরেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ভাইয়ের ওপর হামলার বিচার চাই।’ 

অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামিদের মধ্যে আবুল হোসেনের মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করে সংযোগ বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির