হোম > সারা দেশ > ঢাকা

সিএমএইচ মর্গে অজ্ঞাতনামা ৬ মৃতদেহ, স্বজনদের খুঁজছে স্বাস্থ্য মন্ত্রণালয়

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা সিএমএইচের মর্গে পড়ে আছে ৬টি অজ্ঞাতনামা লাশ। ছবি: সংগৃহীত

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা ছয়টি মৃতদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে মৃতদেহগুলো থেকে ডিএনএ বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ল্যাবরেটরিতে এই ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যে প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাদের সন্তান বা স্বজনের নাম নেই, সেসব নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগে অবস্থিত সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে, দুঃখজনকভাবে এখন পর্যন্ত মাত্র একটি নিখোঁজ পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে ডিএনএ নমুনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, নিখোঁজদের পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে মৃতদেহগুলোর পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সবার সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন