হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় ডিএনসিসির কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে দখলদারেরা। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে বসিলা রোডের লাউতলা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। 

আটকদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাঁদের নাম ফারজানা কলি ও মারুফা কাজল। তাঁরা আওয়ামী মহিলা লীগের মোহাম্মদপুর থানা কমিটির সদস্য বলে জানা গেছে। 

ঘটনাস্থল থেকে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ও ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন। 

তারা বলেন, ‘মোহাম্মদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রামচন্দ্রপুর খাল। এই খাল দীর্ঘদিন ধরে দখল অবস্থায় আছে। খাল দখল করে রাস্তা, বহুতল ভবন, বাজার তৈরি করা হয়েছে। আজ খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছি। অভিযানের একপর্যায়ে কিছু লোক বাধা দেন। তাঁদের অনেককে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মোহাম্মদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ