হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় ডিএনসিসির কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে দখলদারেরা। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে বসিলা রোডের লাউতলা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। 

আটকদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাঁদের নাম ফারজানা কলি ও মারুফা কাজল। তাঁরা আওয়ামী মহিলা লীগের মোহাম্মদপুর থানা কমিটির সদস্য বলে জানা গেছে। 

ঘটনাস্থল থেকে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ও ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন। 

তারা বলেন, ‘মোহাম্মদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রামচন্দ্রপুর খাল। এই খাল দীর্ঘদিন ধরে দখল অবস্থায় আছে। খাল দখল করে রাস্তা, বহুতল ভবন, বাজার তৈরি করা হয়েছে। আজ খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছি। অভিযানের একপর্যায়ে কিছু লোক বাধা দেন। তাঁদের অনেককে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মোহাম্মদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী