হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরিটি অবশেষে তীরে ভিড়িয়েছে প্রত্যয়

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পাটুরিয়া ৫ নং ঘাটের অদূরে পদ্মায় ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ৮ম দিন বুধবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে তীরে ভিড়িয়েছে উদ্ধার জাহাজ প্রত্যয়। বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর যৌথ প্রচেষ্টায় ফেরিটি উদ্ধার করা হয়। 

উদ্ধার ইউনিট প্রধান বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুস সালাম বলেন, ‘পদ্মায় নিমজ্জিত ফেরিটি তীব্র স্রোতে নদীর তলদেশে উল্টে ছিল। উল্টে থাকা ফেরিটিতে গত কয়েক দিনে ক্রমাগত পলি জমে ওজন আরও বেড়ে যায়। ২৪০ টন ওজনের ফেরিটি ৩০০ টন ছাড়িয়ে যায়। ফলে উদ্ধার জাহাজ হামজা ও রুস্তম ফেরিটি তুলতে ব্যর্থ হলে ঘটনার দুদিন পর উদ্ধারকাজে যুক্ত হয় সংস্থার শক্তিশালী উদ্ধার জাহাজ প্রত্যয়। প্রত্যয়ের ভার উত্তোলন সক্ষমতা ২৫০ টন, ফলে এতেও উদ্ধার কাজ ব্যাহত হতে থাকে। বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে কাজে অংশ নিয়ে আজ বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ ফেরিটি সোজা অবস্থায় নদীর তীরে রাখা হয়েছে।’

বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ‘নদীতে প্রবল স্রোত, কুয়াশা ও কনকনে শীতে উদ্ধার কার্যক্রমে কিছুটা ব্যাহত হলেও বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ও প্রচেষ্টার মাধ্যমে ডুবন্ত ফেরিটি পদ্মার গভীর থেকে উত্তোলন করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯টি যানবাহনসহ ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যায়। দুর্ঘটনার ৬ষ্ঠ দিনে পদ্মায় ভাসমান অবস্থায় ফেরির ইঞ্জিন চালকের লাশ উদ্ধার হয়। অষ্টম দিনে আরও একটি ট্রাকসহ মোট ৮টি ট্রাক উদ্ধার হয়েছে। আরও একটি ট্রাক এখনো উদ্ধার হয়নি।

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ