হোম > সারা দেশ > ঢাকা

ফ্রান্সের তুলুজে বাংলা স্কুল নির্মাণের আহ্বান বাংলাদেশ রাষ্ট্রদূতের 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ফ্রান্সের তৃতীয় বড় বাণিজ্যিক শহর তুলুজে একটি বাংলা স্কুল, একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশিদের জন্য একটি মসজিদ নির্মাণে আহ্বান জানিয়েছেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

তুলুজের মেয়র লুক মৌডেন্ক এর সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তুলুজের মেয়র কার্যালয় এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বলে রাষ্ট্রদূতকে জানান লুক মৌডেন্ক। বৃহস্পতিবার ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে জানানো হয়, ১ মার্চ তুলুজের মেয়রের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। তুলুজের মেয়র বলেন, ‘বাংলাদেশ কমিউনিটি তুলুজের সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অবদান রেখে আসছে। সকল দিক থেকে তাদের সামাজিক চাহিদা ও সমৃদ্ধি দেখা হবে।’
 
এটাই প্যারিসের বাইরে বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রথম বৈঠক। তুলুজের মেয়রের সঙ্গে বৈঠকের পাশাপাশি শহরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন খন্দকার এম তালহা। এ ছাড়া বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা করেন তিনি। প্যারিসের পর তুলুজে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা থাকেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ