হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর: ২৬ জনকে আসামি করে মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

তরুণীকে যুবকের মারধর। ছবি: ভিডিও থেকে

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। আজ রোববার সকালে নেহাল আহমেদ ওরফে জিহাদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে সদর থানায় মুক্তারপুর নৌ পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। যৌন নিপীড়ন, বেআইনি, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অপরাধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলাটি করা হয়।

এ মামলায় নেহাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দুপুরে নেহাল সদর থানায় আত্মসমর্পণ করেন। ওই দিন পুলিশ তাঁকে আটক দেখায়। নেহাল মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগিনীঘাট এলাকার বাসিন্দা। মামলার বাদী হয়েছেন মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন।

মামলার বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘শুক্রবার ১৯-২০ বছরের দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ঘটনার প্রেক্ষিতে শনিবার আমরা জিহাদকে (নেহাল আহমেদ) থানায় আসতে বলি। সে থানায় আসলে তাকে আটক করি।’

ওসি আরও বলেন, ‘ঘটনার মামলা করার জন্য ওই তরুণীদের থানায় আসতে বলা হয়, তাঁরা কেউ আসেনি। লঞ্চ কর্তৃপক্ষকেও অভিযোগ দিতে বলা হয়, তারাও আসেনি। সব শেষ রোববার সকালে মুক্তারপুর নৌ পুলিশ বাদী হয়ে মারধর, লঞ্চ ভাঙচুর এবং লঞ্চে লুটপাটের ঘটনায় মামলা করেছে। মামলায় একজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করেছে। মামলাটি নৌ পুলিশ তদন্ত করবে। নেহাল আহমেদকে আদালতে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, ৯ মে শুক্রবার রাত ৮টার দিকে এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চ মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করে। ওই সময় লঞ্চে ‘পিকনিকে’ আসা কয়েকজন তরুণ-তরুণীকে মারধর ও লঞ্চে ভাঙচুর করেন স্থানীয় লোকজন। পরে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর করেন তাঁরা।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি