হোম > সারা দেশ > ঢাকা

ঘণ্টাখানেক পর মহাসড়কে অবরোধ প্রত্যাহার, পুলিশের মধ্যস্থতায় বৈঠকে শ্রমিকেরা

গাজীপুরের শ্রীপুরে অর্ধেক মাসের বেতন ও ঈদ উৎসব ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের এক ঘণ্টা পর শিল্প পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে গেছেন শ্রমিকেরা। আর এতে বেলা সাড়ে ৩টার কিছু সময় আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ২টা ১৫ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হংকং সাংহাই মানজালা টেক্সটাইল মিলস্ নামের একটি কারখানার শ্রমিকেরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা। 

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা উজ্জ্বল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলাপ-আলোচনা হচ্ছে। 

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছেন। 

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক