হোম > সারা দেশ > ঢাকা

গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান শিক্ষক পদে নিজেদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন গেজেট থেকে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে তাঁরা একটি সংবাদ সম্মেলন করেন। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘বাংলাদেশ জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষক ঐক্য জোটের’ যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা। 

এ শিক্ষক নেতা বলেন, বিগত সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি ঐতিহাসিক শিক্ষক সমাবেশের মাধ্যমে দেশের ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। একই সংখ্যক প্রধান শিক্ষক পদ সৃষ্টি হওয়ার কথা থাকলেও প্রায় ৭ হাজার ৫১২টি বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনু বিভাগের তৎকালীন এক কর্মকর্তার যোগসাজশে তাঁদের প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক হিসেবে গেজেট প্রকাশিত হয়। 

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয় গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক খ ম হুমায়ুন কবীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ঐক্যজোটের সদস্যসচিব খায়রুল ইসলাম। 

হুমায়ুন কবীর বলেন, ‘২০১৩ সালের আগস্টে রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত গেজেট অনুযায়ী জাতীয়করণকৃত প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য একজন প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করার কথা থাকলেও আমরা বৈষম্যের শিকার। গেজেটে অন্তর্ভুক্তিকরণ আমাদের সাংবিধানিক অধিকার। তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রধান শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।’

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১