টানা আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের দেবীরদ্বারঘাট এলাকার পলিথিন কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
শাহজাহান শিকদার জানান, আগুনের ব্যাপারে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরবর্তীতে আরও ৪ ইউনিট যোগ দেয়।