হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে তার ছিঁড়ে বৃষ্টির পানিতে, বিদ্যুতায়িত হয়ে শিশুসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর–১ নম্বর এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জনের মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন।   

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর–১ নম্বর এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জন মারা গেছেন। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’ 

রাজধানীর মিরপুর ১ নম্বরের শিয়ালবাড়ী এলাকায় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ–পুলিশ কমিশনার ডিসি জসিম উদ্দিন বলেন, ‘বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়ে চারজন নিহতের ঘটনা ঘটে। তাদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মিরপুরের চিড়িয়াখানার শিয়ালবাড়ী ও মিরপুর কমার্স কলেজের মাঝামাঝি এলাকায় বিদ্যুতের একটি তার ছিঁড়ে পানিতে পড়ে। এতে বেশ কয়েকজন বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই এক শিশুসহ চারজনের মৃত্যু হয়। নিহতের মধ্যে তিনজন একই পরিবারের বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এই তথ্য পুলিশ কিংবা হাসপাতাল থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি পিকআপে করে কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন মারা গেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২

ফুটপাত দখল, পথচারী রাস্তায়

হাদির ওপর হামলা: তীব্র নিন্দা ও বিচার দাবি রাজনৈতিক দলগুলোর