মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। আজ শনিবার সাভারে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি জানায়, মহান জাতীয় দিবসে সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন ডুসার কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় ডুসার সভাপতি মশিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকলে একযোগে কাজ করে যাব।