হোম > সারা দেশ > ঢাকা

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

ঢাবি প্রতিনিধি

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’–এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ চৌধুরী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার পাঁয়তারা করছে সরকার। এর ফলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার মান আরও নিচে নেমে আসতে পারে। নওগাঁর মানুষ যত দিন বেঁচে আছে, কোনোভাবেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।

নোমান আহমেদ বলেন, ‘নওগাঁর মাটি অনেক উর্বর। এখানে সবচেয়ে বেশি ধান ও আম উৎপাদন হয়। এই মেডিকেল বন্ধ হলে নওগাঁয় রক্তপাত হবে। নওগাঁ থেকে আপনারা সবকিছু নিয়ে আসবেন, কিন্তু কোনো সুযোগ-সুবিধা দেবেন না, এটা আমরা হতে দেব না। ৫ আগস্টের মাধ্যমে আমরা লড়াই করা শিখে গেছি। এর ফলাফল কখনো ভালো হবে না।’

সংগঠনের সাবেক সদস্য কায়েস বলেন, ‘যে উদ্দেশ্যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তা সাধন হচ্ছে না। মনে হচ্ছে, আমরা আবার বৈষম্যের মধ্যে প্রবেশ করেছি। মানুষের মৌলিক অধিকার সরকারের কর্ণপাতের মধ্যে পড়ে না। আপনারা এ অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসুন।’

সাবেক সদস্য মো. আলী আহসান বলেন, ‘আমাদের উত্তরবঙ্গের লোকজন অন্যান্য এলাকার লোকজনের মতো এত বেশি ঢাকা শহরে নেই। তার মানে এই নয় যে, আমাদের অবজ্ঞা করবেন। আমরা বুকের তাজা রক্ত দিতে জানি। এই মেডিকেল অপসারণ না করে কীভাবে এটাকে আধুনিকায়ন করা যায়, সেটা নিয়ে কাজ করুন।’

অ্যাসোসিয়েশনের সভাপতি রিদুয়ান রহমান বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার কারণ হিসেবে বলা হচ্ছে, এটা মানহীন। রাজশাহী বিভাগে যে মেডিকেল কলেজ পাসের হারে শীর্ষে, তা কীভাবে মানহীন হয়? আরও বলা হচ্ছে, স্থায়ী ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস দিতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। যদি নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে না আসা হয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়