হোম > সারা দেশ > রাজবাড়ী

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীতে প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছে সাব্বির (১৮) নামের এক তরুণ। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে একই গ্রামের সাব্বিরের প্রেমের সম্পর্ক হয়। ২০২১ সালে দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের বাড়ি ফিরিয়ে আনেন। পরে ২০২৪ সালে আবার তারা পালিয়ে নোটারি পাবলিক করে বিয়ে করে।

তখন এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় অপহরণের অভিযোগ করেন। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে মেয়ে ও ছেলের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

গতকাল রাতে মেয়ের সঙ্গে দেখা করতে আসে সাব্বির। তখন মেয়ের বাবা ও স্বজনেরা সাব্বিরকে আটক করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন এবং কোমরে একটি খেলনার পিস্তল গুঁজে দেন।

এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন