হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভোক্তা অধিদপ্তরের অভিযানে মরিচের দাম কমে ১০০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারে অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রির খবরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ১০০ টাকা কেজিতে নেমে আসে মরিচের দাম।

আজ সোমবার সকালে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ক্যাব প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে বাজারে থাকা ক্রেতারা বলেন, ‘কিছুক্ষণ আগেও বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা দরে মরিচ বিক্রি হচ্ছিল। প্রশাসনের লোকজন দেখে এখন ১০০ টাকায় মরিচ বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাই এখনই কিনে নিচ্ছি, তাঁরা চলে গেলে আবারও দাম বাড়িয়ে দেবে। গতকালও এখানে ৭০০-৮০০ টাকা কেজিতে মরিচ বিক্রি হয়েছে শুনেছি।’

অভিযান চলাকালে তাজুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে মরিচ বিক্রির দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মূল্যতালিকা না থাকায় একটি মুদিদোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদ না থাকায় খাবার হোটেলে বেশ কিছু ঘি জব্দসহ তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে সেলিমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে বাড়তি দামে মরিচ বিক্রি হচ্ছে বলে আমরা অভিযোগ পাই। তাজুল নামের এক দোকানিকে ২৬০ টাকা দরে মরিচ বিক্রি করার সময় হাতেনাতে ধরি। তিনি ১৮০ টাকায় মরিচ কিনে এনেছেন দাবি করলেও কোনো রসিদ দেখাতে পারেননি। তাঁকে জরিমানা করতেই অন্যরা দাম কমিয়ে দেন। আমাদের উপস্থিতিতেই বহু ক্রেতা মরিচ কিনে নিয়েছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু