হোম > সারা দেশ > ঢাকা

মেঘনায় মিলল নিখোঁজ চালকের হাত-পা বাঁধা লাশ

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের সাত দিন পর এক ট্রলার (৪৫) চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিলক্ষা এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।

নিহত হাবি মিয়া নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের মালেক মিয়ার ছেলে এবং পেশায় ট্রলারচালক। নিখোঁজের পর ২১ জানুয়ারি রাতে হাবি মিয়ার মামাতো ভাই নায়েব আলী মিয়া নরসিংদী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকাল ৯টার দিকে ট্রলার নিয়ে বের হন হাবি মিয়া। একই দিন তাঁর ট্রলারটি পাওয়া গেলেও তাঁর খোঁজ মেলেনি। গতকাল রোববার সন্ধ্যায় নিলক্ষা গ্রামের কাছে মেঘনা নদীতে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে ওঠে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের মামাতো ভাই নায়েব আলী মিয়া বলেন, ‘আমি আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছি। আমার সঙ্গে রাজনৈতিক মতবিরোধের ফলে আমার ভাইকে খুন করে থাকতে পারে। আমরা আশাবাদী পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে বিচার নিশ্চিত করবেন।’

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘লাশের পায়ে রশি দিয়ে বাঁধা ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা