হোম > সারা দেশ > ঢাকা

জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে এটিইউ জানায়, সাভারের রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকা থেকে আতিকুর রহমান সুইটকে (৫৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তিনি ইমপেক্স ল্যাবরেটরি নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। একটি মোবাইল ফোন ছাড়া তাঁর কাছ থেকে আর কিছুই পাওয়া যায়নি। 

এটিইউ বলছে, সুইট রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তা ছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে ‘আল্লাহর দল’-এর পক্ষে সদস্য সংগ্রহের কাজ করছিলেন তিনি। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে এটিইউ। গ্রেপ্তারকৃতরা হলেন-সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড শেখ কামাল হোসেন, সোহেল রানা, রবি আহমেদ পাপ্পু, খালেকুজ্জামান ও মনিরুজ্জামান মিলন। 

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকেই আতিকুর রহমান সুইটের বিষয়ে তথ্য পাওয়া যায়। তাঁকে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন