হোম > সারা দেশ > ঢাকা

কাপ্তান বাজারে সুইপার কলোনিতে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাপ্তান বাজারসংলগ্ন জয়কালী মন্দিরের পাশে সুইপার কলোনিতে আগুনে দগ্ধদের মধ্যে রাজু দাস (৩৬) ও শান্তি রানী দাস (২৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৷ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিনের মাথায় গতকাল মারা যান রাজু দাস। তাঁর এক দিন না পেরোতেই আজ সকালে মারা যান তাঁর স্ত্রী শান্তি রানী দাস।

মৃত্যুর সংবাদ আজকের পত্রিকাকে জানিয়েছেন শান্তি রানী দাসের বড় বোন অপু রানী দাস। তিনি বলেন, ‘আজ সকালে আমার বোন শান্তি মারা গেছে। গতকাল মারা গেছেন আমার বোনের স্বামী। আমরা এখন লাশ বুঝে নেওয়ার চেষ্টা করছি।’

এ বিষয়ে ডা. সামন্ত লাল সেন আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আইসিইউতে মারা গেছেন শান্তি রানী দাস। তিনি ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় শান্তি রানী দাসের শরীরের ৪০ ভাগ দগ্ধ হয়, পুড়ে যায় শ্বাসনালিও। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বার্ন ইনস্টিটিউটের ফিমেল হাই ডিফেন্সিভ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল ৷ দগ্ধ হওয়ার ছয় দিনের মাথায় শান্তি প্রাণ হারালেন ৷ এর আগে গতকাল প্রাণ হারান শান্তির স্বামী রাজু দাস ৷ রাজুর শরীরে দগ্ধ হয়েছিল ২৮ ভাগ। তাঁকেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছিল।

গত ২৭ মার্চ মধ্যরাতে আগুন লাগে কাপ্তান বাজারের জয়কালী মন্দিরসংলগ্ন সুইপার কলোনিতে। এতে দগ্ধ হয়ে সাতজন চিকিৎসা নিতে আসে বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে আফজাল ও গীতা রানী দে নামের দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। বাকি পাঁচজন একই পরিবারের সদস্য দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছিল। তাদের মধ্যে স্বামী-স্ত্রী দুজন ইতমধ্যে প্রাণ হারিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছে রাজুর দুই শিশুসন্তান কৃষ্ণা দাস (৭) ও লক্ষ্মণ দাস (৩)। অন্যজন রাজুর মা কান্তা দাস (৬০)। এদের মধ্যে কৃষ্ণার শরীর দগ্ধ হয়েছে ১৮ ভাগ, লক্ষ্মণের শরীর দগ্ধ ১৫ ভাগ ও কান্তার শরীর দগ্ধ ১০ ভাগ।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার