হোম > সারা দেশ > গাজীপুর

রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ

রংপুরে মাহিগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে (১৬) গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করে র‍্যাব। এ সময় অভিযুক্ত তরুণ মো. রিয়াল মিয়াকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাওয়াল রাজাবাড়ি এলাকার বাজারপাড়া থেকে তাঁদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার তরুণ রংপুরের পীরগাছার নাগদাহ এলাকার মো. মোকলেছুর রহমানের ছেলে। 

শুক্রবার বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসিন আরাফাত হোসেন। তিনি বলেন, রাজাবাড়ি এলাকার বাজারপাড়া গ্রামে রিপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরী ও আসামিকে উদ্ধার করা হয়। এ সময় আসামি একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

র‍্যাব জানায়, গত ১০ আগস্ট সকালে মাহিগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত রিয়াল ওই কিশোরীকে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকিয়ে রাখে। কিশোরীর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে পায়নি। পরে বাদী হয়ে মাহিগঞ্জ থানায় রিয়ালসহ সহযোগী আরও পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। 

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসিন আরাফাত হোসেন বলেন, গ্রেপ্তার তরুণের নামে অপহরণের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মামলা দায়েরের পর থেকে শ্রীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। তাঁদের মাহিগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট