হোম > সারা দেশ > গাজীপুর

রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ

রংপুরে মাহিগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে (১৬) গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করে র‍্যাব। এ সময় অভিযুক্ত তরুণ মো. রিয়াল মিয়াকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাওয়াল রাজাবাড়ি এলাকার বাজারপাড়া থেকে তাঁদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার তরুণ রংপুরের পীরগাছার নাগদাহ এলাকার মো. মোকলেছুর রহমানের ছেলে। 

শুক্রবার বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসিন আরাফাত হোসেন। তিনি বলেন, রাজাবাড়ি এলাকার বাজারপাড়া গ্রামে রিপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরী ও আসামিকে উদ্ধার করা হয়। এ সময় আসামি একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

র‍্যাব জানায়, গত ১০ আগস্ট সকালে মাহিগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত রিয়াল ওই কিশোরীকে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকিয়ে রাখে। কিশোরীর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে পায়নি। পরে বাদী হয়ে মাহিগঞ্জ থানায় রিয়ালসহ সহযোগী আরও পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। 

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসিন আরাফাত হোসেন বলেন, গ্রেপ্তার তরুণের নামে অপহরণের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মামলা দায়েরের পর থেকে শ্রীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। তাঁদের মাহিগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ