হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে নারী সমন্বয়ককে যৌন হয়রানি

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে নারী সমন্বয়ককে যৌন হয়রানি। ছবি: সিসিটিভি থেকে নেওয়া

টাঙ্গাইলের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক যৌন হয়রানির শিকার হয়েছেন। এ সময় সঙ্গে তাঁর দুই বোনও ছিলেন। গতকাল শুক্রবার রাতে শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সামনে চারজন বখাটে তাঁকে হয়রানি করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে বখাটেরা চলে যায়।

বখাটেদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

সিসিটিভির ফুটেজ থেকেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক ওই সমন্বয়কের সঙ্গে তর্ক করছেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়।

ভুক্তভোগী নারী সমন্বয়ক বলেন, টাঙ্গাইল প্রেসক্লাব থেকে ওই বখাটেরা অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুড জোনে আসার পর তারা হয়রানি শুরু করে। এ সময় তারা বিভিন্ন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট