হোম > সারা দেশ > ঢাকা

নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে আংশিক সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে আংশিক সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী। আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর অস্থায়ী এজলাসে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম সাক্ষ্য দেন। কিন্তু সাক্ষ্য শেষ না হওয়ায় বিচারক শেখ হাফিজুর রহমান আগামী ২০ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

আজ সকালেই মামলার বাদী সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হন। আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, অভিযোগ গঠনের বিরুদ্ধে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। উক্ত আবেদন শুনানির অপেক্ষায় আছে। এ কারণে সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখা হোক। তার পরও আদালত সাক্ষ্য গ্রহণ করেন। কিছুক্ষণ পর অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আদালতকে আবার বলেন, খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। তিনি আদালতকে কার্যতালিকা দেখান। পরে আদালত সাক্ষ্যগ্রহণ স্থগিত করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল আজকের পত্রিকাকে বলেন, নাইকো দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আগামী তারিখে বাদীর পুরো স্বাক্ষর গ্রহণ করা হবে।

গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলা দায়েরের ১৫ বছর পর খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলার বিচার শুরু হয়।

অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

আজ খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। খন্দকার শহিদুল ইসলাম সময়ের আবেদন করেন। অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন।

২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় ইতিপূর্বে তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯