হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার নাদিম মাহমুদ। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

গ্রেপ্তার নাদিম মাহমুদ ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই ও উত্তরা ১৪-নম্বর সেক্টরের আব্দুল লতিফের ছেলে। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের নিজের বাড়িতে থাকতেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ভারতে চলে যাওয়ার পর নাদিম বসুন্ধরার ওই বাড়িটি ভাড়া নিয়ে আত্মগোপন করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা থেকে মধ্যরাতে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ১২টি মামলা রয়েছে।’

পুলিশের এ কর্মকর্তা জানান, ‘শেখ হাসিনার সরকার পতনের পর হাবিব হাসানের সঙ্গে সঙ্গে নাদিমও আত্মগোপনে চলে যান। পরে তিনি বসুন্ধরার ডি-ব্লকে একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস শুরু করেন।’ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ