হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদরে বিদ্যুতায়িত হয়ে মো. মুজাহিদ (১৮) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ শনিবার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদারীপুর বন বিভাগ ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচরে ২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে ইকোপার্কের অসমাপ্ত নির্মাণকাজ শুরু করে। আজ শনিবার বেলা ১২টার দিকে ইকোপার্কের ভেতরে অবস্থিত পুরোনো একটি স্থাপনা ভাঙার জন্য ইকোপার্কের পাশেই জব্বার ব্যাপারীর ঘর থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। 

পরে সেই সংযোগ দিয়ে কাজ শুরু করেন শ্রমিক শাহ জালাল ও তার ছেলে মুজাহিদসহ বেশ কয়েকজন শ্রমিক। একপর্যায়ে কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় মুজাহিদ। এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত মুজাহিদ মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা এলাকার নির্মাণ শ্রমিক মো. শাহ জালালের ছেলে। 
নাম না প্রকাশে অনিচ্ছুক জব্বার ব্যাপারীর পরিবারের একজন বলেন, ‘ঠিকাদারের লোকজন আমাদের ভয় দেখিয়ে জোর করে এক মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়েছে। আমরা না বলেছি, তবুও আমাদের কথা শোনেনি।’ 

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. রুহুল আমিন বলেন, ‘বাবা শাহ জালালের সামনেই এই ঘটনা ঘটেছে। তাদের ভুলের কারণেই এমনটি ঘটেছে। আর এটি অবৈধ কোনো সংযোগ নয়, একটি বাড়ির মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এ ক্ষেত্রে বাড়ির মালিকের অনুমতি নেওয়া হয়েছে।’ 

মাদারীপুরের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি ঠিকাদারের লোকজনের ভুলের কারণেই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করছে, সেটাও বন বিভাগকে অবগত করেনি। আমরা এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি মর্মান্তিক।’

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি