হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগের কর্মসূচিতে আবেগে রাজনৈতিক স্লোগান দিলেন ওসি

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে আাওয়ামী লীগের কর্মসূচিতে পালং মডেল থানার ওসির রাজনৈতিক স্লোগান ও বক্তব্য দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার রাতে ওসি আকতার হোসেনের এই স্লোগান ও বক্তব্যের ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পালং মডেল থানার ওসি আকতার হোসেন জেলা সদরের চৌরঙ্গী মোড়ে শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁকে অনুসরণ করে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরাও। ওসি আকতার হোসেন স্লোাগান দেন, ‘শুভ শুভ শুভ শেখ কামালের জন্মদিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা’।

স্থানীয় সূত্র জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭২ তম জন্মদিন উদ্‌যাপনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। গতকাল রাত ১২টা ০১ মিনিটে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মোমবাতি প্রজ্বলন, বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়া এবং কেক কাটা হয়। জেলা আওয়ামী লীগের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ওসি আকতার আবেগে উত্তেজিত হয়ে নিজেই রাজনৈতিক স্লোগান দেন।

এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে পালং মডেল থানার পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেখানে ওসি আমাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। ওসি আক্তার হোসেন এক সময় ছাত্রলীগ করতেন। তিনি কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা ছিলেন। আবেগের বশে হয়তো তিনি স্লোগান দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, আমি ছাত্রলীগ করতাম। আওয়ামী লীগের নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি। এতে কোনো বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ অনুযায়ী, একজন কর্মকর্তা প্রকাশ্যে এমন কর্মকাণ্ড করতে পারেন না। এ কাজটি করে পালং মডেল থানার ওসি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানানো হবে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– শরীয়তপুর–১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা কমিটির সভাপতি এমএম জাহাঙ্গীর প্রমুখ।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির