হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-৯: বিভিন্ন কেন্দ্রে নেই জাপার এজেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও রাজধানীর অনেক কেন্দ্রে জাতীয় পার্টির এজেন্টদের দেখা যায়নি। ঢাকা-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে গিয়ে এই পরিস্থিতি দেখা গেছে। খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দেখা গেছে, কেন্দ্রটির ৪টি বুথের মধ্যে ৩টিই পুরুষ ভোটারদের জন্য। যার সবগুলোতে নৌকা, টেলিভিশন (বিএনএফ) ও কাঁঠাল (বাংলাদেশ জাতীয় পার্টি) প্রতীকের এজেন্ট আছে। 

এ প্রতিবেদক এ আসনের আরও ছয়টি কেন্দ্র ঘুরে দেখেন। সেখানেও তিন প্রতীকের এজেন্ট দেখা গেলেও জাতীয় পার্টির লাঙলের কোনো এজেন্ট পাওয়া যায়নি। বেলা ১০টার দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের। তবে এজেন্ট না থাকার বিষয়টি অস্বীকার করেছেন জাতীয় পার্টির তিনি। 

কাজী আবুল খায়ের দাবি করেন, পুরুষ কেন্দ্রে এজেন্ট আছে। গতকাল বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মহিলা এজেন্টেরা কেন্দ্রে আসেননি। ৯ নম্বর বুথের প্রিসাইডিং কর্মকর্তা সাবধান আলী জানান, তাঁর কেন্দ্রে তিনজন প্রার্থীরই এজেন্ট এসেছে। ৮ নম্বর বুথের প্রিসাইডিং কর্মকর্তা মাহে আলমও একই কথা জানান। পুরুষ বুথের (১০ নম্বর) প্রিসাইডিং কর্মকর্তা রাজেশ কুমার পালও একই কথা জানা। 

তবে কাজী আবুল খায়েরের কাছে, ‘আমরা তো কেন্দ্রে এজেন্ট দেখিনি’—এমন বিষয় উল্লেখ করা হলে তিনি বলেন, ‘আমিতো দেখেছি এজেন্ট আছে।’ 

এদিকে, গত ৬ জানুয়ারি পর্যন্ত নানা অভিযোগ ও অসন্তোষে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী মাঠ থেকে একে একে সরে দাঁড়িয়েছেন বা দাঁড়াচ্ছেন জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, তরিকত ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের তালিকায় অনেক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। সর্বশেষ গতকাল শুক্রবার প্রার্থিতা প্রত্যাহার করেছেন চারজন প্রার্থী। সব মিলিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২৩ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনই জাপার।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা