হোম > সারা দেশ > ঢাকা

'মৎস্যসম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার'

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মৎস্য সম্পদ বৃদ্ধি ও রক্ষায় সরকার সবই করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ বুধবার (০৫ মে) রাজধানীর গুলশানে নৌ পুলিশ কর্মকর্তাদের সাথে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নৌ পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, যারা সরকারি নির্দেশনা উপেক্ষা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।

শ ম রেজাউল করিম বলেন, সরকারের নানা পদক্ষেপের কারণে দেশে ৪৫ লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপন্ন হচ্ছে। এ সব উদ্যোগের মধ্যে রয়েছে বছরে ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ, প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা নিষিদ্ধ। সেই সাথে সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদেরকে ছাড় দেয়া হবে না।

নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট