ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকসেবাসমূহ সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে এবং জনদুর্ভোগ কমাতে কমান্ড সেন্টার আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শনিবার গুলশান-২ নগর ভবনের ৬ তলায় আয়োজিত সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘কমান্ড সেন্টার থেকে কেন্দ্রীয়ভাবে জলাবদ্ধতার স্পট ট্র্যাকিংসহ, ময়লার গাড়ি, মশক কর্মীদের মুভমেন্ট ট্র্যাকিং, সবার ঢাকা অ্যাপ মনিটরিং, রেভেনিউ মনিটরিং, খাল, ফুটপাত, ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি, এসটিএস, স্মার্ট স্ট্রিট লাইটসহ বিভিন্ন সেন্সর মনিটরিং করা হবে।’
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ইন্টিগ্রেটেড করিডর ম্যানেজমেন্টের আওতায় মিরপুর-১২ থেকে ফার্মগেট হয়ে বাংলামোটর পর্যন্ত যে এমআরটি-৬ লাইনটি হচ্ছে তাকে কেন্দ্র করে শহরে যে পরিবর্তন আসবে সেটার সঙ্গে খাপ খাইয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। কীভাবে সাধারণ মানুষের কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজাসহ অন্য কর্মকর্তারা।