হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

মুন্সিগঞ্জের শ্রীনগরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে মো. অলিউল্লাহ মোল্লা (৪২) হত্যা মামলায় তাঁর স্ত্রী মাজেদা বেগমকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ রোববার মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই রায় দেন। অলিউল্লাহ জেলার শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের মো. ইদ্রিস মোল্লার ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার পুটিমারা গ্রামের প্রবাসী অলিউল্লাহ তাঁর স্ত্রী মাজেদা ও তিন সন্তান নিয়ে বাবার বাড়ি থেকে অন্য স্থানে বসবাস করতেন। অলিউল্লাহ সৌদি আরবে থাকতেন। মাঝেমধ্যে দেশের বাড়িতে ফিরতেন। সর্বশেষ ২০১৭ সালে ছুটিতে তিনি দেশে ফেরেন। কিন্তু পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। ওই বছরের ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঘুমাতে যান অলিউল্লাহ। পর দিন ৭ ফেব্রুয়ারি সকালে দুই সন্তান নিয়ে বাড়ি থেকে বাইরে চলে যান স্ত্রী মাজেদা।

এদিকে ওই দিন দুপুরে মো. অলিউল্লাহকে বাড়িতে গলায় ওড়না প্যাঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় ঘরের ভেতর পাওয়া যায়। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ এনে শ্রীনগর থানায় মামলা করেন নিহতের ভাই মো. আহসান উল্লাহ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস