হোম > সারা দেশ > ঢাকা

চুক্তিভিত্তিক রাইডশেয়ারিং ও অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর রাইডাররা অ্যাপসের মাধ্যমে না গিয়ে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করছেন এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, যা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার পরিপন্থী। এমন অবস্থায় নীতিমালা অমান্য করে যাঁরা এই সেবা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পক্ষ থেকে এসংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবা গ্রহণের জন্য সরকার রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭ করে দিয়েছে। নীতিমালা অনুযায়ী বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণ করে, রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে সংশ্লিষ্ট সেবা প্রদান এবং সমপরিমাণ ভাড়া আদায় করার শর্ত রয়েছে। তবে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কতিপয় মোটরযানচালক ওই নীতিমালা ও শর্তাদি না মেনে চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার পরিপন্থী। এমন অবস্থায় রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা লঙ্ঘন এবং চুক্তিভিত্তিক মোটরযান পরিচালনাসহ অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, মোটরযান মালিক, মোটরযানচালক এবং সেবা গ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত যেকোনো অভিযোগ বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং রাইড শেয়ারিং শাখায় জানানোর জন্য অনুরোধ করেছে সংস্থাটি। একই সঙ্গে অ্যাপস ছাড়া চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা গ্রহণ না করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে বিআরটিএ। 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট