হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের কলমা এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আজ শুক্রবার রাত ৮টার দিকে সাভারের সিঅ্যান্ডবি-কলমা সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতেরা হলেন—ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চরমাধবদী গ্রামের ফজলুল ফকির (৪০)। তিনি আশুলিয়ায় থেকে ব্যবসা করতেন। আল মুসলিম গার্মেন্টসের কর্মী নাসির (৪০), সাভারের কলমা এলাকার ফাহিম (১৯)। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি। 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী দিলীপ বলেন, ‘নিহতেরা সবাই লেগুনার যাত্রী। আমরা তাঁদের নিয়ে হাসপাতালে এসেছি।’ 

এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ ঘটনায় ৩ জনের মরদেহ এসেছে। আরও প্রায় ৭-৮ জন আহত আছে।’

দুর্ঘটনাস্থল থেকে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, ‘বাস ও লেগুনা দুটি জব্দ করা হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।’ 

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’ 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার