সাভারের কলমা এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ শুক্রবার রাত ৮টার দিকে সাভারের সিঅ্যান্ডবি-কলমা সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতেরা হলেন—ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চরমাধবদী গ্রামের ফজলুল ফকির (৪০)। তিনি আশুলিয়ায় থেকে ব্যবসা করতেন। আল মুসলিম গার্মেন্টসের কর্মী নাসির (৪০), সাভারের কলমা এলাকার ফাহিম (১৯)। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী দিলীপ বলেন, ‘নিহতেরা সবাই লেগুনার যাত্রী। আমরা তাঁদের নিয়ে হাসপাতালে এসেছি।’
এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ ঘটনায় ৩ জনের মরদেহ এসেছে। আরও প্রায় ৭-৮ জন আহত আছে।’
দুর্ঘটনাস্থল থেকে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, ‘বাস ও লেগুনা দুটি জব্দ করা হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।’
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’