হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের কলমা এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আজ শুক্রবার রাত ৮টার দিকে সাভারের সিঅ্যান্ডবি-কলমা সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতেরা হলেন—ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চরমাধবদী গ্রামের ফজলুল ফকির (৪০)। তিনি আশুলিয়ায় থেকে ব্যবসা করতেন। আল মুসলিম গার্মেন্টসের কর্মী নাসির (৪০), সাভারের কলমা এলাকার ফাহিম (১৯)। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি। 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী দিলীপ বলেন, ‘নিহতেরা সবাই লেগুনার যাত্রী। আমরা তাঁদের নিয়ে হাসপাতালে এসেছি।’ 

এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ ঘটনায় ৩ জনের মরদেহ এসেছে। আরও প্রায় ৭-৮ জন আহত আছে।’

দুর্ঘটনাস্থল থেকে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, ‘বাস ও লেগুনা দুটি জব্দ করা হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।’ 

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’ 

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪