হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের হেনা মোড় ও মৈশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (২৫), খাগজানা গ্রামের প্রহ্লাদ বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস (২৮) ও পাংশা উপজেলার লস্করপাড়া গ্রামের মৃত খয়েবার আলী মন্ডলের ছেলে মো. আজিজ মন্ডল (৬৫)।

স্থানীয়রা জানায়, কালুখালী থেকে ইঞ্জিনচালিত নসিমনে ১৩ জন লালনভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি নসিমনকে ধাক্কা দেয়। এ সময় বিল্লাল হোসেন ও প্রশান্ত বিশ্বাস গুরুতর আহত হন।

তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। প্রশান্ত বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে রাত ৯টার দিকে পাংশার মৈশালা বাজার থেকে বাড়ি ফেরার পথে চলন্ত গরুবাহী পিকআপ থেকে একটি গরু মো. আজিজ মন্ডলের গায়ের ওপর লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আজিজ মন্ডল একই উপজেলার লস্করপাড়া গ্রামের বাসিন্দা।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, গাড়িটি শনাক্তের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় পাংশা হাইওয়ে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা