হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে গ্রিল কেটে বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডির আবাসিক এলাকার ১১/এ নম্বর রোডের একটি বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণ এবং এক লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাসার তত্ত্বাবধায়ক বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। বাসার মালিক একরামুল ওয়াদুদ কৌশিক। তিনি প্রধানমন্ত্রীর আত্মীয়। 

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গতকাল ভোররাত ৪টার দিকে চোরেরা ওই বাসায় ঢোকে। তখন বাসায় কেউ ছিলেন না। পরে গতকাল দুপুরে একরামুল ওয়াদুদ লন্ডন থেকে বাসার সিসি ক্যামেরা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি বাসার তত্ত্বাবধায়ককে ফোন করে চুরির বিষয়টি জানান। ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল সন্ধ্যায় পুলিশ, গোয়েন্দা ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জিসানুল হক বলেন, পাঁচতলা ভবনের তৃতীয় তলার দক্ষিণ-পশ্চিম পাশের একটি রুমের গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরেরা। তারা ওই বাসার আরও কয়েকটি কক্ষের আলমারির মালামাল তছনছ করেছে। সিআইডি যথাযথ আলামত সংগ্রহ করে ছায়া তদন্ত শুরু করেছে। 

পুলিশ ও সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, বাসাটি প্রধানমন্ত্রীর ফুফাতো বোনের ছেলের।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, হুডি ও মাস্ক পরা এক ব্যক্তি জানালার গ্রিল ভেঙে বাসায় ঢুকে হাতে লাইট নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে ঘোরাঘুরি করছেন। অন্যজন গ্রিলের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা ঘণ্টাখানেক ওই বাসায় অবস্থান করেন।

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা