হোম > সারা দেশ > ঢাকা

প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও এমপি জহিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল এবং হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জহিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। এই সময়ে গুলশানে তাঁর মালিকানাধীন হোটেল রেনিসেন্স, গুলশান-২ এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণ করেন। 

এছাড়া অভিযোগে বলা হয়, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা প্রতিষ্ঠা করেছেন এবং সদস্য হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা)। গত এক যুগে তিনি অসংখ্য কোম্পানির মালিক হয়েছেন এবং উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পদ পদবিতে থেকে তিনি আরও বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন। 

দুদক সূত্রে জানা যায়, গত ১৩ থেকে ১৪ বছরে তিনি শত শত কোটি টাকার অবৈধ সম্পদ দেশে ও বিদেশে অর্জন করেছেন মর্মে সোর্স মূলে জানা যায়। তাঁর অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হয়েছে। 

হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জহিরের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। সোর্স মূলে জানা যায়, তাঁর অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদের সত্যতা পেয়েছে সংস্থাটি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট