হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর, প্রতিনিধি

কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থাপনা উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা সদরের থানার মোড় থেকে ফাঁসিয়াতলা সড়ক এবং একই উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর থেকে চরআলীপুর সড়কের পাশে সরকারি জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা। তাঁরা দীর্ঘদিন ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মাহবুবা ইসলাম অভিযানে যান। তাঁরা কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

স্থানীয় আবুল হোসেন, রাসেল, জমিসসহ বেশ কয়েকজন জানান, সড়কের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করায় রাস্তা ছোট হয়ে যায়। তাই এই সড়কগুলো দখল মুক্ত হওয়ায় সাধারণ মানুষ খুব খুশি।

কালকিনি ইউএনও উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে তোলা শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’