হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর, প্রতিনিধি

কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থাপনা উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা সদরের থানার মোড় থেকে ফাঁসিয়াতলা সড়ক এবং একই উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর থেকে চরআলীপুর সড়কের পাশে সরকারি জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা। তাঁরা দীর্ঘদিন ধরে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মাহবুবা ইসলাম অভিযানে যান। তাঁরা কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

স্থানীয় আবুল হোসেন, রাসেল, জমিসসহ বেশ কয়েকজন জানান, সড়কের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করায় রাস্তা ছোট হয়ে যায়। তাই এই সড়কগুলো দখল মুক্ত হওয়ায় সাধারণ মানুষ খুব খুশি।

কালকিনি ইউএনও উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে তোলা শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু