হোম > সারা দেশ > ঢাকা

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল ইউএস-বাংলা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ফ্লাইটে পোর্টেবল পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি এয়ারলাইনসটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে যাত্রীদের এই নতুন বিধিনিষেধ সম্পর্কে অবহিত করেছে।

এখন থেকে ফ্লাইট চলাকালে যাত্রীরা বিমানে ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না এবং পাওয়ার ব্যাংক দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ করা যাবে না। এটি বিশেষভাবে ইঙ্গিত করে যে, সাম্প্রতিক সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহারের কারণে উড়োজাহাজের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা নিরাপত্তার জন্য এক বড় ঝুঁকি। এ কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইনসের নীতির সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা চালু করেছে।

বিশ্বব্যাপী লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে; যেমন অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া ও মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঝুঁকি মোকাবিলা করার জন্য অনেক এয়ারলাইনস ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে।

তবে ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্দেশনা অনুযায়ী, পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নির্দেশনা প্রকাশ করা হয়নি। অর্থাৎ এটি হাতব্যাগ বা চেক-ইন লাগেজে বহন করা যাবে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

ভ্রমণের আগে যাত্রীদের সর্বশেষ নিরাপত্তা নির্দেশিকা সম্পর্কে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে বিমানবন্দরে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। বৈশ্বিকভাবে এয়ারলাইনসগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ইলেকট্রনিক ডিভাইস সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলা করতে তাদের নীতিমালা উন্নত করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল