হোম > সারা দেশ > ঢাকা

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল ইউএস-বাংলা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ফ্লাইটে পোর্টেবল পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি এয়ারলাইনসটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে যাত্রীদের এই নতুন বিধিনিষেধ সম্পর্কে অবহিত করেছে।

এখন থেকে ফ্লাইট চলাকালে যাত্রীরা বিমানে ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না এবং পাওয়ার ব্যাংক দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ করা যাবে না। এটি বিশেষভাবে ইঙ্গিত করে যে, সাম্প্রতিক সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহারের কারণে উড়োজাহাজের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা নিরাপত্তার জন্য এক বড় ঝুঁকি। এ কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইনসের নীতির সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা চালু করেছে।

বিশ্বব্যাপী লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে; যেমন অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া ও মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঝুঁকি মোকাবিলা করার জন্য অনেক এয়ারলাইনস ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে।

তবে ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্দেশনা অনুযায়ী, পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নির্দেশনা প্রকাশ করা হয়নি। অর্থাৎ এটি হাতব্যাগ বা চেক-ইন লাগেজে বহন করা যাবে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

ভ্রমণের আগে যাত্রীদের সর্বশেষ নিরাপত্তা নির্দেশিকা সম্পর্কে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে বিমানবন্দরে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। বৈশ্বিকভাবে এয়ারলাইনসগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ইলেকট্রনিক ডিভাইস সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলা করতে তাদের নীতিমালা উন্নত করছে।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ