হোম > সারা দেশ > ঢাকা

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল ইউএস-বাংলা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ফ্লাইটে পোর্টেবল পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি এয়ারলাইনসটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে যাত্রীদের এই নতুন বিধিনিষেধ সম্পর্কে অবহিত করেছে।

এখন থেকে ফ্লাইট চলাকালে যাত্রীরা বিমানে ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না এবং পাওয়ার ব্যাংক দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ করা যাবে না। এটি বিশেষভাবে ইঙ্গিত করে যে, সাম্প্রতিক সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহারের কারণে উড়োজাহাজের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা নিরাপত্তার জন্য এক বড় ঝুঁকি। এ কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইনসের নীতির সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা চালু করেছে।

বিশ্বব্যাপী লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে; যেমন অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া ও মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঝুঁকি মোকাবিলা করার জন্য অনেক এয়ারলাইনস ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে।

তবে ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্দেশনা অনুযায়ী, পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নির্দেশনা প্রকাশ করা হয়নি। অর্থাৎ এটি হাতব্যাগ বা চেক-ইন লাগেজে বহন করা যাবে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

ভ্রমণের আগে যাত্রীদের সর্বশেষ নিরাপত্তা নির্দেশিকা সম্পর্কে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে বিমানবন্দরে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। বৈশ্বিকভাবে এয়ারলাইনসগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ইলেকট্রনিক ডিভাইস সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলা করতে তাদের নীতিমালা উন্নত করছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু