হোম > সারা দেশ > ঢাকা

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করল ইউএস-বাংলা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ফ্লাইটে পোর্টেবল পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি এয়ারলাইনসটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে যাত্রীদের এই নতুন বিধিনিষেধ সম্পর্কে অবহিত করেছে।

এখন থেকে ফ্লাইট চলাকালে যাত্রীরা বিমানে ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না এবং পাওয়ার ব্যাংক দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ করা যাবে না। এটি বিশেষভাবে ইঙ্গিত করে যে, সাম্প্রতিক সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহারের কারণে উড়োজাহাজের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা নিরাপত্তার জন্য এক বড় ঝুঁকি। এ কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইনসের নীতির সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা চালু করেছে।

বিশ্বব্যাপী লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে; যেমন অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া ও মাঝে মাঝে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঝুঁকি মোকাবিলা করার জন্য অনেক এয়ারলাইনস ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে।

তবে ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্দেশনা অনুযায়ী, পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নির্দেশনা প্রকাশ করা হয়নি। অর্থাৎ এটি হাতব্যাগ বা চেক-ইন লাগেজে বহন করা যাবে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

ভ্রমণের আগে যাত্রীদের সর্বশেষ নিরাপত্তা নির্দেশিকা সম্পর্কে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে বিমানবন্দরে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। বৈশ্বিকভাবে এয়ারলাইনসগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ইলেকট্রনিক ডিভাইস সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলা করতে তাদের নীতিমালা উন্নত করছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট