হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরবর্তী সময়ে হাউস বিল্ডিং মোড় ঘুরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়। সমাবেশে জামায়াতের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে জামায়াতের পক্ষ থেকে উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ মঞ্চসহ উত্তরার বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্ত কর্তৃক নাশকতার প্রতিবাদে এবং জুলাই-আগস্ট গণহত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম অঞ্চল বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘এ সরকারের কাছে জনগণের বড় দাবি ছিল তারা জুলাই-আগস্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে। ফ্যাসিবাদের বিচারের দীর্ঘসূত্রতাই ফ্যাসিবাদকে নতুন কর্মসূচি দেওয়ার দুঃসাহস দিয়েছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করুন।’

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

মুহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, ‘এ সরকারের কাছে জনগণের বড় দাবি ছিল তারা জুলাই-আগস্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে। আমরাও তাই চাই।’

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তরার বিভিন্ন থানার আমিরসহ অন্যরা।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না