হোম > সারা দেশ > গাজীপুর

৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫৯)। আজ সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাঁকে তল্লাশি করে ৩০০টি ইয়াবা জব্দ করেন।

সাইফুল ইসলামের (৫৯) বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার আদলবিটি গ্রামে। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে ডিউটি পোশাক (ইউনিফর্ম) পরিহিত অবস্থায় কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন সাইফুল ইসলাম। এ সময় তাঁর চলার ভঙ্গি দেখে প্রধান ফটকে দায়িত্বরত কারারক্ষীদের সন্দেহ হয়। পরে নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাঁকে তল্লাশি করেন।

তল্লাশি করে তাঁর ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে কারারক্ষীরা তাঁকে আটক করে বিষয়টি কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি থানা–পুলিশকে জানালে তাঁরা গিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে ও ইয়াবা জব্দ করে।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, প্রধান ফটকে তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি (সাইফুল ইসলাম) কারারক্ষীদের ফাঁকি দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলেও তিনি ধরা পড়েছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ