হোম > সারা দেশ > ঢাকা

‘মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর নেতারা। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর উদ্যোগে মুক্তিযুদ্ধর অন্যতম সংগঠক, বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভায় এ কথা বলেন তাঁরা।

বক্তারা বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে কাজ শুরু করেছিলেন, তা শেষ করে যেতে পারেননি। আমাদের সেই কার্যক্রমকে এগিয়ে যেতে হবে। পাকিস্তান পর্বে তিনি যেমন মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, তেমনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও মৃত্যুর আগ পর্যন্ত সেই লড়াই চালিয়ে গেছেন। ২ হাজার ৩৬১টি জন গেরিলা মুক্তিযোদ্ধার স্বীকৃতির পর সেই গেজেটটা একবার বাতিল হয়ে গিয়েছিল। পরে সেটি কোর্টে নিয়ে গিয়ে স্বীকৃতি আদায় করে নিয়েছিলেন তিনি। তবে এখনো অনেক গেরিলা মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি। তাঁদের স্বীকৃতির জন্যও পঙ্কজ ভট্টাচার্যের মতো চেষ্টা করতে হবে।’

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বামপন্থী নেতা মঞ্জুরুল আহসান খান, ডা. সারোয়ার আলী, সুব্রত চৌধুরী, আব্দুল হালিম চৌধুরীসহ অন্যরা।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট